E-mail: mulbindu.bd@gmail.com,     Mobile » 01701 34 34 36

পদার্থবিজ্ঞান: নবন-দশম শ্রেণি

পরামর্শঃ সৃজনশীল প্রশ্নে অধিক পারদর্শিতা অর্জনের জন্য পাঠ্যবইটি নিজের দখলে নিতে হয়। কাজটি বিভিন্নভাবে করা যেতে পারে। আমার পরামর্শ হলো- প্রতিটি অধ্যায়ের অনুচ্ছেদ ভিত্তিক ছোট ছোট প্রশ্ন তৈরী করে সেগুলো প্র্যাকটিস করা। সেটি মাথায় নিয়েই পাঠগুলো তৈরী করা হয়েছে।

পঞ্চম অধ্যায়: পদার্থের অবস্থা ও চাপ

SPQ5.1_1: চাপ কাকে বলে? ব্যাখ্যা কর।
SPQ5.1_2: চাপের একক কি? চাপের এককের সংজ্ঞা লিখ।
SPQ5.1_3: পেরেকের সুচালো মাথা কাঠে রেখে অপর প্রান্তে আঘাত করলে সহজে ঢুকে যায় কেন?
SPQ5.2_1: ঘনত্ব কাকে বলে? ব্যাখ্যা কর।
SPQ5.2_2: ঘনত্বের উপর তাপমাত্রার প্রভাব লিখ।
SPQ5.3_1: তরলে ভিতর কোন বিন্দুতে চাপের রাশিমালা বের কর।
SPQ5.3_2: প্যাসকেলের সূত্রটি লিখ?
SPQ5.3_3: বলবৃদ্ধিকরণ নীতি কাকে বলে? প্যাসকেলের সূত্রের সাহায্যে গাণিতিকভাবে প্রমাণ কর।
SPQ5.3_5: বস্তুর পানিতে ভেসে থাকা বা ডুবে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
SPQ5.3_4: আর্কিমিডিসের নীতি লিখ। গাণিতিকভাবে প্রমাণ কর।
SPQ5.5_1: স্থিতিস্থাপকতা কাকে বলে? ব্যাখ্যা কর ।
SPQ5.5_2: পূর্ণ নমনীয় বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ দৃঢ়বস্তু ও আংশিক স্থিতিস্থাপক বস্তু কাকে বলে?
SPQ5.5_3: স্থিতিস্থাপক সীমা কাকে বলে?
SPQ5.5_4: বিকৃতি কাকে বলে? ব্যাখ্যা কর ।
SPQ5.5_5: পীড়ন কাকে বলে? ব্যাখ্যা কর ।
SPQ5.5_6: হুকের সূত্রটি লিখ । ব্যাখ্যা কর।
SPQ5.5_7: স্থিতিস্থাপক ধ্রুবক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে । ব্যাখ্যা কর।
SPQ5.5_8: ইয়াংস মডুলাস বা ইয়াং এর গুণাঙ্ক কাকে বলে। গণিতিকভাবে ব্যাখ্যা কর।
SPQ5.5_9: তামার ইয়াংস মডুলাস 117 × 109 Nm-2 বলতে কি বুঝায়?
SPMQ5_1: কোন ব্যক্তির ভর 50 kg, শরীরের একপাশির ক্ষেত্রফল 0.5 m2 এবং পায়ের ক্ষেত্রফল 0.03m2 । লোকটি শুয়ে থাকলে মেঝেতে চাপ কত? দাড়িয়ে থাকলে চাপ কত?
SPMQ5_2: 1kg পানিতে 0.25 kg লবন গুলে নিলে আয়তন 1200cc হয়। এই পানির ঘনত্ব কত?
SPMQ5_3: জর্ডান ডেড সি (Dead sea) এর পানির ঘনত্ব 1.24 kg/liter এই সমুদ্রের 1kg পানির আয়তন কত?
SPMQ5_4: নিউক্লিয়াসের ঘনত্ব কত? 1 চামচ নিউক্লিয়াসের ভর কত?
SPMQ5_5: তিমি মাছ সমুদ্রপৃষ্ঠ থেকে 2100 m গভীরতায় যেতে পারে, সেটি কত চাপ সহ্য করতে পারে?
SPMQ5_6: কেরোসিন ( ঘনত্ব 800 kgm-3), পানি ( ঘনত্ব 1000 kgm-3) এবং পারদ ( ঘনত্ব 13600 kgm-3) এই তিনটি তরলের জন্য 50 cm নিচে চাপ বের করো ।
SPMQ5_7: কেরোসিন, পানি এবং পারদ এই তিনটি তরলের কত গভীরতায় 1 atm চাপ হবে?
SPMQ5_8: এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে? ( কাঠের ঘনত্ব  = 0.5  103 kg/m3, পানির ঘনত্ব w = 103 kg/m3 )
SPMQ5_9: 10 kg ভরের একটা কাঠ নদীর পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেল। নদীর পানিতে সেটি অর্ধেক ডুবেছিল, সমুদ্রে কতটুকু ডুববে? (সমুদের পানির ঘনত্ব s = 1.03  103 kg/m3 )
SPMQ5_10: ধরাযাক আর্কিমিডিসের সোনার মুকুটের ওজন বাতাসে 10 kg এবং পানিতে ডুবিয়ে ওজন করলে 9.4 kg হয়েছে। মুকুটের ঘনত্ব কত?
SPMQ5_11: বাতাসের ঘনত্ব 0.0012 gm/cm3, সোনার ঘনত্ব 19.30 gm/cm3, একটা নিক্তিতে 1 kg সোনা মাপা হলে তার প্রকৃত ভর কত?
SPMQ5_12: পারদের পরিবর্তে কেরেসিন দিয়ে ব্যারেমিটার তৈরি করলে তার উচ্চতা কত হবে? ( কেরেসিনের ঘনত্ব 0.8 gm/cm3)
SPMQ5_13: পানিভর্তি দুটি সিলিন্ডার নল দিয়ে লাগনো। সিলিন্ডার দুটির প্রস্থাচ্ছেদ 1 cm2 এবং 1 m2 এবং নিশ্ছিদ্রভাবে দুটি পিস্টন লাগনো আছে। বড় পিস্টনের উপর 70 kg ওজনের একজন মানুষ বসে আছে, তাকে তুলতে ছোট পিস্টনে কত বল প্রয়োগ করতে হবে?
SPMQ5_14: উপরে থেকে ঝোলানো 0.5 m লম্বা এবং 0.01 m2 প্রস্থচ্ছেদের একটা ধাতব দন্ডের নিচে একটি 10 kg ভর ঝোলানের পর তার দৈর্ঘ্য হয়েছে 0.501 m. এই ধাতব দন্ডটির ইয়াং এর মডুলাস কত?
SPMQ5_15: একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 25cm, 12cm, 6cm এবং ভর 2.25 kg । ইটটির সাথে সমআয়তনের এবং 400 kgm-3 ঘনত্বের একটি কাঠৈর টুকরো জোড়া দিয়ে পানিতে ছেড়ে দিলে এটি ভাসবে না ডুববে গাণিতিকভাবে বিশ্লেষণ কর। DB:2020