পদার্থবিজ্ঞান: নবন-দশম শ্রেণি
পরামর্শঃ সৃজনশীল প্রশ্নে অধিক পারদর্শিতা অর্জনের জন্য পাঠ্যবইটি নিজের দখলে নিতে হয়। কাজটি বিভিন্নভাবে করা যেতে পারে। আমার পরামর্শ হলো- প্রতিটি অধ্যায়ের অনুচ্ছেদ ভিত্তিক ছোট ছোট প্রশ্ন তৈরী করে সেগুলো প্র্যাকটিস করা। সেটি মাথায় নিয়েই পাঠগুলো তৈরী করা হয়েছে।
পঞ্চম অধ্যায়: পদার্থের অবস্থা ও চাপ